Logo

রাজনীতি    >>   জাতীয় ঐক্যের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাতীয় ঐক্যের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাতীয় ঐক্যের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারের প্রেক্ষিতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। এ লক্ষ্যে তিনি রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন শফিকুল আলম। তিনি জানান, বুধবার (৪ ডিসেম্বর) ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের সঙ্গে এবং বৃহস্পতিবার বিভিন্ন ধর্মীয় সংগঠনের সঙ্গে মতবিনিময় করবেন ড. ইউনূস। সন্ধ্যায় ছাত্র নেতাদের সঙ্গে বিশেষ বৈঠকের আয়োজন করা হবে।

প্রেস সচিব বলেন, ভারতীয় মিডিয়া যাচাই ছাড়াই ভুয়া সংবাদ প্রকাশ করছে, যা দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করছে। শফিকুল আলম অভিযোগ করেন, ভারতীয় মিডিয়ার একপেশে ও ভুল তথ্য পরিবেশনের কারণে ভারতীয় জনগোষ্ঠীর একটি অংশ ক্ষুব্ধ হচ্ছে এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, “বিশ্বের অন্যান্য বড় মিডিয়াগুলোর সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। কিন্তু ভারতীয় মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিত ও প্রাথমিকভাবে ঠিক করে রাখা প্রতিবেদন প্রকাশ করছে। আমরা তাদের কাছে প্রকৃত তথ্য তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু তারা শুনেও না শোনার ভান করছে।”

শফিকুল আলম আরও জানান, আগস্টের শেষ দিকে ড. ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করেন। তখন তিনি বাংলাদেশ সফরে ভারতীয় প্রতিনিধি পাঠানোর আহ্বান জানান। “আমরা সত্যের পক্ষে সব তথ্য প্রকাশ করছি,” বলেন তিনি।

এছাড়া, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখা হচ্ছে বলেও প্রেস সচিব উল্লেখ করেন। তিনি বলেন, “ভারতীয় মিডিয়া এবং জনগণের মধ্যে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। জাতীয় ঐক্যের মাধ্যমে এ পরিস্থিতি মোকাবিলা করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”